শরবত নিয়ে বিরোধে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত | চ্যানেল আই অনলাইন

শরবত নিয়ে বিরোধে পাকিস্তানির হাতে এক বাংলাদেশি নিহত | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ায় ইফতারের সময় কমলার শরবত নিয়ে বিরোধের ঘটনায় একজন পাকিস্তানি নাগরিকের হাতে খুন হয়েছেন একজন বাংলাদেশি শ্রমিক।

গতকাল ২০ মার্চ বুধবার এই তথ্য নিশ্চিত করে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রাটাইমস জানায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে শাহ আলম শহরের ৩৬ নম্বর সেকশনে একটি কারখানার শ্রমিকদের হোস্টেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহিম জানান, ১৯ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। তদন্তে জানা গেছে যে ভিকটিম একজন ৪৯ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। তিনি শ্রমিক হিসাবে মালয়েশিয়ায় কাজ করতেন। সন্দেহভাজন খুনি ৫১ বছর বয়সী একজন পাকিস্তানি।

তিনি জানান, নিহত বাংলাদেশি তার সাথে একই ফ্যাক্টরিতে কাজ করতেন এবং ফ্যাক্টরির হোস্টেলে একসাথে বসবাস করতেন। তিনি রোজা ভাঙার সময় পাকিস্তানি সহকর্মীর কমলার শরবত পান করলে ওই সহকর্মী রেগে যান এবং একপর্যায়ে রান্নাঘর থেকে একটি ছুরি এনে তা দিয়ে একাধিকবার তাকে ছুরিকাঘাত করতে থাকেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। সেখান থেকে পুলিশ একটি ছুরিও জব্দ করেছে। ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তি নিহতকে ছুরিকাঘাত করার জন্য এটি ব্যবহার করেছিলেন। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Scroll to Top