শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান – DesheBideshe

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান – DesheBideshe

ইসলামবাদ, ১১ ফেব্রুয়ারি – পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের তথ্যানুসারে, শনিবার রাত ১০টা ৪৪ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূ-পৃষ্ঠ থেকে ১৪২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ অঞ্চল। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের প্রতিবেদনে আরো বলা হয়েছে, পেশোয়ার, সোয়াত, চিত্রাল, লোয়ার ডিসহ আশেপাশের এলাকাতেও ভূ-কম্পনটি অনুভূত হয়েছে।

এর আগে, গতমাসে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানে হলেও এর প্রভাবে ইসলামাবাদের ভবনগুলোও কেঁপে উঠে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top