ভারতের লোকসভা চলাকালীন কর্ণাটকের এক সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে সংসদে নিরাপত্তা লঙ্ঘন করায় তাকে নিজ বাড়ি থেকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা যায়, ওই সাবেক পুলিশ কর্মকর্তার ছেলের নাম মনোরঞ্জন, তিনি পেশায় একজন প্রকৌশলী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মনোরঞ্জন এবং তার দুই বন্ধু লোকসভা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা ভেঙে লোকসভা চেম্বারে ঢুকে রঙিন ধোঁয়ার গ্যাস নিক্ষেপ করে। মনোরঞ্জন এই মামলার চার আসামির মধ্যে একজন। ভারতের বেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়াশুনা করেছে মনোরঞ্জন।
বুধবার ২০ ডিসেম্বর সংসদে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা পুলিশকে বলেছে, তাদের উদ্দেশ্য ছিল মণিপুরের অশান্তি, বেকারত্ব এবং কৃষকদের সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা।
তবে পুলিশ জানিয়েছে, সব দিক থেকে তদন্ত চলছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মনোরঞ্জন এবং সাগর শর্মা- যারা লোকসভায় অনুপ্রবেশ করেছিলেন।