একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা যায়, বিনিয়োগকারীরা অনেকটা আতঙ্কিত; অনেক ভালো কোম্পানির শেয়ারও তারা বিক্রি করে দিচ্ছেন। ফলে দরপতন হচ্ছে।
সম্প্রতি ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের নিচে নেমে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে এই ভীতি তৈরি হতে শুরু করে। একপর্যায়ে ফোর্সড সেল বা জোরপূর্বক বিক্রির প্রবণতাও বাজারে দেখা যায়। গতকাল বাজারের প্রধান সূচক ৫ হাজার ৯০০ পয়েন্টের নিচে নেমে যায়।
আজ শেয়ারবাজারের সূচক পতনে বড় ভূমিকা রাখছে টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা। এই কোম্পানির শেয়ারের ফ্লোর প্রাইস বা বা সর্বনিম্ন মূল্যস্তর আজ উঠে গেছে। এতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ অর্থাৎ ১০ শতাংশ দরপতন ঘটেছে; ৩০ টাকার শেয়ার দিনের শুরুতে নেমে আসে ২৭ টাকায়।