যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, লুট হওয়া অস্ত্র দিয়ে ফ্যাসিবাদীরা হামলা করছে। হাতিয়া ও সাভারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের উদ্দেশে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যারা জনগণের প্রতি হুমকি হয়ে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওদিকে, মধ্যরাতে রাজধানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।