লিটন ঝড়ের পরেও বড় সংগ্রহ পেল না কুমিল্লা

লিটন ঝড়ের পরেও বড় সংগ্রহ পেল না কুমিল্লা

স্পোর্টস ডেস্ক

পুরো টুর্নামেন্টজুড়েই তার ব্যাট হাসেনি। লিটন দাস কবে ফর্মে ফিরবেন, সে নিয়ে ছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত লিটন ফিরলেন সেই পুরনো রূপে। খুলনা টাইগার্সের বিপক্ষে লিটন ঝড়ের পরেও অবশ্য খুব বড় সংগ্রহ পায়নি কুমিল্লা। পরের ব্যাটারদের ব্যর্থতা ও খুলনা বোলারদের দারুণ বোলিংয়ে  ১৪৯ রানে আটকে গেছে কুমিল্লার ইনিংস।

টসে জিতে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লিটন। মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে রীতিমত ঝড় তোলেন কুমিল্লা অধিনায়ক। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন এই দুই ব্যাটার। চার ছক্কা ও দুই চারে লিটন করেন ৩০ বলে ৪৫ রান। অন্য প্রান্তে রিজওয়ান কিছুটা ধীরেসুস্থে খেলেছেন। রিজওয়ান মেরেছেন দুটি চার, ২৮ বলে করেছেন ২১ রান। ৯ ওভারের মাঝে ৬৯ রান তুলে বড় সংগ্রহের আভাস দিচ্ছিলেন লিটন-রিজওয়ান জুটি।

কুমিল্লার সেই আশায় বাধা হয়ে দাঁড়ান নাসুম আহমেদ। এক ওভারের মাঝেই দুই ওপেনারকে ফেরান তিনি। দশম ওভারে লিটন-রিজওয়ান দুইজনকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে খুলনাকে ম্যাচে ফেরান এই স্পিনার। লিটন হয়েছেন বোল্ড, রিজওয়ান পড়েছেন এলবিডব্লিউয়ের ফাঁদে। এই দুইজনের ফেরার পর থেকেই রানের গতি অনেকটাই কমে যায়। উইল জ্যাকস কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। ২৭ বলে ২২ রানের এই ইনিংস থামে মোহাম্মদ ওয়াসিমের বলে উইল ফিরলে।

উইল ফেরার পর তাওহিদ হৃদয়েই ভরসা ছিল কুমিল্লার। শুরুটা ভালো করলেও বেশিদূর যায়নি তার ইনিংস। ১৭ বলে ১৬ রান করা হৃদয়কে ফেরান ফাহিম আশরাফ। শেষের দিকে জাকের আলি-মাহিদুল ইসলামের জুটির ক্যামিওতে লড়াই করার স্কোর পায় কুমিল্লা। ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৩০ রান। ২ চার ও এক ছয়ে ৮ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন জাকের। এক ছক্কা ও এক চারে মাহিদুল করেন ৫ বলে ১০ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৪৯ রানে থামে কুমিল্লার ইনিংস।

সারাবাংলা/এফএম

Scroll to Top