নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল ইনিংসের পঞ্চম ওভারে। বৃষ্টির আগে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পরও লিটনের দাপট অব্যাহত। বাংলাদেশও এগুচ্ছে দারুণভাবে।
ইতোমধ্যেই ফিফটি পূর্ণ করেছেন লিটন। তার ফিফটিতে বাংলাদেশের স্কোর ১২ ওভার শেষে ২ উইকেটে ১০৯ রান। লিটনের সঙ্গে ১৪ রানে ব্যাট করছেন শামীম হোসেন পাটোয়ারী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাইফ হাসান ৮ বলে ১২ রান করে ফেরেন।
তবে ওপেনিংয়ে নামা লিটন দাস শুরু থেকেই দারুণ খেলছেন। সেই ওভারেই প্রথম খেলা বন্ধ হয় ফ্ল্যাডলাইটের সমস্যার কারণে। মিনিট দশেক খেলা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হয়। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
৪.১ ওভারে বৃষ্টি হানা দিলে আবারও খেলা বন্ধ হয়ে যায়। ৪.১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬০ রান। বৃষ্টি থেমে যাওয়ার পর ক্রিজে নেমে বাংলাদেশি ব্যাটিং দাপট অব্যাহত। তাতে লিটনের বড় অবদান।
রানের জন্য হাঁসফাঁস করতে করতে তাওহিদ হৃদয় ফিরেছেন ১৪ বলে ৯ রান করে। তবে লিটন দাপটে ব্যাটিং চালিয়ে গেছেন। ২৭ বলে ফিফটি পূর্ণ লিটন এই মুহূর্তে ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত। তার ইনিংসে এখন পর্যন্ত চার ৬টি, ছক্কা ৪টি।
তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য নিয়মরক্ষার। ফলে একাদশে পাঁচ পরিবর্তন এনে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে চেয়েছে বাংলাদেশ।
দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুজনকেই বসিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে ওপেনিং করতে নেমেছিলেন সাইফ হাসান ও লিটন দাস। সাইফ সফল হতে পারেননি। তবে লিটন বৃষ্টির আগ পর্যন্ত খেলছিলেন দুর্দন্ত।
বাংলাদেশ বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন। একাদশের বাইরে গেছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।