আজ রাতে ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে মাঠে নামবে লিভারপুল। বুধবার (১০ জানুয়ারি) রাত দুইটায় অনুষ্ঠেয় ম্যাচে অলরেডদের প্রতিপক্ষ ফুলহ্যাম।
ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে লিভারপুল আতিথ্য দেবে ফুলহ্যামকে। ঘরের মাঠে অনুষ্ঠেয় ম্যাচে নিয়মিত একাদশের বেশ কিছু মূল ফুটবলারকে না পেলেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে অলরেডরা। কারণ ফুলহ্যামের সাথে সবশেষ ১১ ম্যাচে ৮টি জয়ের বিপরীতে মাত্র ১ ম্যাচ হেরেছে লিভারপুল।
এই ম্যাচের আগে ইনজুরিতে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন আলেকজান্ডার-আর্নল্ড। তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন লিভারপুলের সহকারী কোচ পেপ লেন্ডার্স। মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি জানিয়েছেন, হাঁটুর চোটে ভুগছেন আনর্ল্ড। সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগবে ২৫ বছর বয়সী এই ফুটবলারের।
সেই সাথে পুরনো চোটে এখনও মাঠের বাইরে সোবোসজলাই, থিয়াগো আলকান্ত্রা, রবার্টসন, মেটিপসহ বেশ কিছু ফুটবলার। দলের সমস্যা কিছুটা বাড়িয়েছে মোহাম্মদ সালাহ জাতীয় দলের মিশনে ক্লাব ছাড়ায়। আক্রমণে তাই নুনিয়েজ ও দিয়াজের সঙ্গী হবেন দিয়েগো জোতা।
/এএম