লিগের শীর্ষে থেকে বছর শেষ করলেন কারা?

লিগের শীর্ষে থেকে বছর শেষ করলেন কারা?

দেখতে দেখতে শেষ হয়ে এলো আরেকটি বছর। নতুন মৌসুমে জমজমাট লড়াই চলছে ইউরোপের শীর্ষ লিগগুলোতে। নিজেদের লিগের শীর্ষে থেকে কোন দল ২০২৫ সাল শেষ করল, এক নজরে দেখে নেওয়া যাক সেটাই।

ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলছে আর্সেনাল। ২৩ বছর পর লিগ শিরোপা জয়ের লক্ষ্যে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন গানার্সরা। বছরের শেষে এসে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে আর্সেনাল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি। অ্যাস্টন ভিলা, লিভারপুল ও চেলসি আছে তাদের পরেই।

লা লিগায় শীর্ষস্থান নিয়ে মৌসুমের শুরু থেকে চলছে মিউজিক্যাল চেয়ারের লড়াই। প্রথম এল ক্লাসিকোতে হেরে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে যাওয়া বার্সেলোনাই বছর শেষে লা লিগার শীর্ষে অবস্থান করছে। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। অ্যাটলেটিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল ও এসপানিওল আছে পরের তিন অবস্থানে।

জার্মান বুন্দেসলিগায় শীর্ষে থেকে বছর শেষ করেছে বায়ার্ন মিউনিখ। ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুশিয়া ডর্টমুন্ড। আগের মৌসুমের চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন ২৯ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে চলছে রোমাঞ্চকর এক লড়াই। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেনস। সমান ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পিএসজি। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মারশেই।

ইতালিয়ান সিরি আতেও চলছে সমানে সমান লড়াই। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এসি মিলান। ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নাপোলি।

Scroll to Top