অতৃপ্তি থেকে যাওয়ার অন্যতম কারণ হতে পারে ম্যাচের ২৫ মিনিটে রেফারির বের করা একটি লাল কার্ড। এখানেও জড়িয়ে রাফিনিয়া। সের্হি রবের্তোর দারুণ এক পাস ধরতে ছুটছিলেন ব্রাজিলিয়ান তারকা। পালমাস গোলকিপার আলভারো ভায়েস দৌড়ে বক্সের বাইরে গিয়ে তাঁকে কুংফু কায়দায় ফাউল করে লাল কার্ড দেখেন। ম্যাচের বাকি সময় পালমাস ১০ জন নিয়ে খেললেও বার্সা সেই সুযোগটা নিতে পারল কোথায়!
রবার্ট লেভানডফস্কি-হোয়াও ফেলিক্সরা যেমন সুযোগ নষ্ট করেছেন, তেমনি ভাগ্যও সহায় হয়নি। ৭৭ মিনিটে বক্সের ভেতরে পালমাস গোলকিপারকে একা পেয়েও বল ক্রসবারে মারেন ফেলিক্স। প্রথমার্ধে ৩৫ মিনিটে লেভার হেডও ক্রসবারে লেগেছে। ম্যাচের ৪ মিনিটে পোলিশ তারকার গোল অফসাইডের কারণে বাতিল হয়। ২০ মিনিটে আবারও গোল বাতিল! এবার অফসাইড রাফিনিয়া। সতীর্থের পাস পেয়ে পালমাসের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন রাফিনিয়া। কিন্তু ভিএআর জানিয়ে দেয় অফসাইড ছিলেন তিনি। শেষ পর্যন্ত রাফিনিয়া গোল পেয়েছেন ফেলিক্সের দারুণ এক চিপের কল্যাণে। বাতাসে ভাসানো পাসটি থেকে হেডে গোল করেন।
এই জয়ে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রইল বার্সা। ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ।
বিস্তারিত আসছে…।