লাল বেনারসিতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

লাল বেনারসিতে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু অবশেষে জীবনের দ্বিতীয় অধ্যায়ে পা রাখলেন। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন মানসিক সংগ্রাম, আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন বলিউডের পরিচিত পরিচালক রাজ নিদিমোরুকে। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সরগরম সোশ্যাল মিডিয়া— ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নবদম্পতিকে।

মানসিক ভাঙন থেকে উঠে দাঁড়ানো

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ সামান্থাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। একসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, প্রাণোচ্ছল অভিনেত্রী আচমকাই হয়ে পড়েন নিভৃতচারী। কাজে ব্যস্ত থেকেও মন খুঁজে পেত না শান্তি। তবে সময়ের সঙ্গে নিজের ভেতর আলো জ্বালান তিনি — যোগ, ধ্যান আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টায়।

হঠাৎই আলোচনায় নতুন সম্পর্ক

নাগা চৈতন্যের দ্বিতীয় বিয়ের পর থেকেই তীব্র হয় সামান্থা—রাজের সম্পর্কের গুঞ্জন।
শুরুতে দু’জনই নীরব ছিলেন। কিন্তু যত্রতত্র তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়ায়— কখনও তিরুপতি মন্দিরে, কখনও বিমানে রাজের কাঁধে মাথা রাখা সামান্থা… সব মিলিয়ে প্রেম যেন লুকোচুরি খেলেও আর চাপা থাকেনি।

কাজের সূত্রেই মন দেওয়া-নেওয়া

‘দ্য ফ্যামিলি ম্যান ২’ আর ‘সিটাডেল: হানি বানি’— দু’টি বড় প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তারা। সামান্থা ছিলেন অভিনেত্রী, আর রাজ পরিচালনায়। শুটিংয়ের টানা সময়, দীর্ঘ আলাপ আর পারস্পরিক বোঝাপড়াই তাদের আরও কাছাকাছি নিয়ে আসে। সহকর্মী থেকে বন্ধু, আর বন্ধু থেকে ধীরে ধীরে প্রেমিক-প্রেমিকা।

ভক্তদের অপেক্ষার অবসান— অবশেষে বিয়ে

১ ডিসেম্বর সকালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে, সদগুরুর ইশা ফাউন্ডেশনের ভেতর অবস্থিত লিঙ্গ ভৈরবী মন্দিরে সম্পন্ন হয় তাদের বিয়ে। মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতে ছিল ছিমছাম আয়োজন। কোনো বাড়াবাড়ি নয়— সাদামাটা, আধ্যাত্মিক, নিভৃতে বিয়েটি করতে চেয়েছিলেন সামান্থা।

লাল বেনারসিতে চোখ ধাঁধানো সামান্থা

ইনস্টাগ্রামে সামান্থা লিখেছেন শুধু— ‘০১.১২.২০২৫’। আর তার সঙ্গে ভাগ করে নিয়েছেন বিয়ের ছবি। লাল বেনারসি, স্বর্ণালংকার, খোঁপায় ফুল, হাতে মেহেন্দি— চমৎকার ঐতিহ্যবাহী সাজে উজ্জ্বল ছিলেন তিনি। রাজও ছিলেন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যিক পোশাকে। দু’জনের চোখেমুখে লুকোনো যায় না নতুন জীবনের আনন্দ।

ঈশা ফাউন্ডেশন— মনের আশ্রয় থেকে জীবনের আশ্রয়

বিচ্ছেদের পর থেকেই সামান্থার ঈশা ফাউন্ডেশনে যাতায়াত বেড়েছিল। মানসিক শান্তি, ধ্যান আর নতুনভাবে পুনর্গঠন— এই জায়গাটি সামান্থাকে দিয়েছে ভরসা। অদ্ভুতভাবে, তার জীবনের দ্বিতীয় অধ্যায়ও শুরু হলো এখানেই।

নতুন শুরুর শুভেচ্ছায় ভাসছে সোশ্যাল মিডিয়া

বিয়ের ছবি প্রকাশ পেতেই ভরে উঠেছে অভিনন্দনে। সহশিল্পী, ফ্যানপেজ, বলিউড– দক্ষিণী ইন্ডাস্ট্রি— সবাই শুভেচ্ছা জানাচ্ছেন এই নতুন দম্পতিকে। ভক্তদের মত, সামান্থা যেন অবশেষে খুঁজে পেলেন সেই আলো, যা তার হাসিতে আবার ফিরিয়ে এনেছে উজ্জ্বলতা।

Scroll to Top