লারার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শচীনের দল

লারার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন শচীনের দল

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫ ১১:৩৭

ট্রফি হাতে শচীনের দলের উল্লাস

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের উদ্বোধনী আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিকেটের দুই কিংবদন্তির দল। শচীন-লারার সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো শচীনের। ফাইনালে লারার ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতলেন শচীন-যুবরাজরা।

সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে ওঠে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। রায়পুরের ফাইনালে শচীন-লারার ম্যাচ নিয়ে ছিল দারুণ উন্মাদনা। ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন প্রায় ৪৮ হাজার দর্শক!

প্রথম ব্যাটিংয়ে নেমে খুব বড় স্কোর দাড় করাতে পারেনি লারার দল। লারা নিজেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ৬ বলে ৬ রানে ফেরেন লারা। লেন্ডল সিমন্সের ৫৭ ও ডোয়াইন ব্রাভোর ৪৫ রানের সুবাদে ২০ ওভারে ১৪৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং নেমে শুরুটা দারুণ হয়েছিল ভারতের। শচীন-রায়ডুর ৬৭ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। ২ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন শচীন। রায়ডুর ৫০ বলে ৭৪ রানেই ১৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

সারাবাংলা/এফএম

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ
ব্রায়েন লারা
শচীন টেন্ডুলকার

Scroll to Top