আল কায়দা জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ও অন্য দেশে হামলার হুঁশিয়ারি দিয়ে অডিও ও ভিডিও বার্তা দিয়েছিলেন তার ছেলে হামজা। এরপর ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ঘোষণা করে, বিমান হামলায় মৃত্যু হয়েছে হামজার। তবে কোথায় এবং কবে হামজার মৃত্যু হয়, তা জানানো হয়নি।
তবে সম্প্রতি একটি রিপোর্ট জানিয়েছে, লাদেনের ছেলে হামজা জীবিত আছেন এবং আল কায়দাকে নেতৃত্ব দিচ্ছেন।
তালিবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (এনএমএফ) এর একটি রিপোর্টকে উদ্ধৃত করে গত (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য মিরর জানিয়েছে, মৃত্যু হয়নি লাদেনের ছেলে হামজার। তিনি জীবিত আছেন। শুধু তাই নয়, লাদেনের আর এক পুত্র আবদুল্লা বিন লাদেনকে সঙ্গে নিয়ে আল কায়দার সংগঠন বৃদ্ধি করছেন তিনি। সেইসাথে পশ্চিমা বিশ্বে হামলার পরিকল্পনা করছেন।
তালেবান বিরোধী সামরিক জোট ন্যাশনাল মোবিলাইজেশন ফ্রন্ট (এনএমএফ) একটি রিপোর্টে জানিয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। তার পর থেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছে আফগানিস্তান। ওই রিপোর্টে বলা হয়, আফগানিস্তানের দারা আবদুল্লা খেল জেলায় আশ্রয় নিয়েছেন হামজা। তার নিরাপত্তায় রয়েছেন ৪৫০ জন অস্ত্রধারী।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিমান হামলায় মৃত্যু হয়েছিল প্রায় ৩ হাজার মানুষের। হামলাটি চালিয়েছিল জঙ্গি সংগঠন আল কায়দা। ২০১১ সালের এপ্রিলে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বাহিনীর এক অভিযানে নিহত হন সেই জঙ্গি সংগঠনের প্রধান ওসামা বিন লাদেন। তার ৮ বছর পর ২০১৯ সালে লাদেনের ছেলে হামজা বিন লাদেনের বিমান হামলায় মৃত্যু হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র।