ঢাকা, ২৯ মার্চ – বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, পাকিস্তান শাসনামলে অনেক বাধা এসেছে। গণতন্ত্রকামী মানুষের ওপর অত্যাচার হয়েছে। তারপরও আমরা লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আগামীতেও আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করতে হবে। লড়াই ছাড়া পথ নেই। লড়াই করেই বাঁচতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার পিতা মরহুম এমএ করিম সাহেবের মৃত্যুবার্ষিকী স্মরণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নোমান বলেন, সাদেক হোসেন খোকা গেরিলা যোদ্ধা ছিলেন, ভয় তাকে পিছু হটাতে পারেনি। আমাকেও মুক্তিযুদ্ধের সময় সাত বছর কারাদণ্ড দেয়া হয়েছিলো। ভয় পাইনি। সাহস করে সামনের দিকে এগিয়েছি। গণতন্ত্রকামী জনতাকে ভয়কে পরাজিত করে সাহসকে জয় করতে হবে।
দোয়া মাহফিলে ইশরাক হোসেন বলেন, বাংলাদেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে। চলছে দেশবিরোধী আগ্রাসন। এ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাইরের কোনো হুকুমে এ দেশ চলবে না।
তিনি বলেন, অনেক জেল-জুলুম হয়েছে। আরও হবে। সবকিছু মোকাবিলা করেই আগামীতে দেশকে সত্যিকারভাবে স্বাধীন করতে হবে, উদ্ধার করতে হবে ছিনতাই হওয়া গণতন্ত্র।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ মার্চ ২০২৪