রোনালদোদের হারের রাতে জার্মানি জয় ও ইংল্যান্ডের ফেরা

রোনালদোদের হারের রাতে জার্মানি জয় ও ইংল্যান্ডের ফেরা

আগের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছিল পর্তুগাল। স্লোভেনিয়ার বিপক্ষে রোনালদো ফেরায় আরও বড় জয়ের প্রত্যাশা ছিল পর্তুগিজ সমর্থকদের। তবে লুবিজানায় রোনালদোর ফেরার ম্যাচে উল্টো হেরেই ২-০ গোলে বসেছে পর্তুগিজরা।

স্লোভেনিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে পর্তুগাল। বলের দখল নিজেদেরে কাছে রেখে ডানপ্রান্ত দিয়ে প্রতিপক্ষ রক্ষণে হানা দেওয়ার চেষ্টা করে তারা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও সুযোগ তৈরি করতে পারছিল না পর্তুগাল। ম্যাচের প্রথম ৩৩ মিনিটে ৭২ শতাংশ বলের দখল রেখেও কোনো শট নিতে পারেনি পর্তুগাল। অন্য দিকে বলের দখলে বেশ পিছিয়ে থাকলেও এ সময়ে ২টি শট নেয় স্লোভেনিয়া। রোনালদো ও পর্তুগালের নিষ্প্রভ প্রথমার্ধে শেষ পর্যন্ত গোল পায়নি পর্তুগাল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও খুব বেশি সুবিধা করতে পারেননি রোনালদো। পর্তুগালও তাই বিশেষ কোনো সুযোগ পায়নি, কয়েকবার কাছাকাছি গিয়েও মেলেনি গোলের দেখা। উল্টো ৭২ ও ৮০ মিনিটে গোল করে লিড নেয় স্লোভেনিয়া। ফলে শেষ পর্যন্ত তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।

Scroll to Top