রেকর্ড গড়ে মেসিদের লিগে পাড়ি জমালেন সন

রেকর্ড গড়ে মেসিদের লিগে পাড়ি জমালেন সন

টটেনহামে দীর্ঘ ১০ বছরের যাত্রা শেষ করেছিলেন কিছুদিন আগেই। টটেনহাম ছেড়ে কোথায় যাচ্ছেন হিউ মিন সন, সেটাই ছিল বড় প্রশ্ন। শেষ পর্যন্ত রেকর্ড ট্রান্সফার ফিতে মেজর সকার লিগের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে পাড়ি জমালেন সন।

টটেনহাম ছেড়ে সৌদি প্রো লিগ কিংবা মেজর সকার লিগে যাচ্ছেন সন, ধারণা করা হচ্ছিল এমনটাই। শেষ পর্যন্ত সৌদির ক্লাবকে সাড়া না দিয়েই মেসিদের লিগের যাচ্ছেন সন।

রেকর্ড ২৬ মিলিয়ন ডলারের ট্রান্সফার ফিতে লস অ্যাঞ্জেলেস এফসিতে যাচ্ছেন সন। মেজর সকার লিগে এটিই সর্বোচ্চ ট্রান্সফার ফি। সন ছাড়িয়ে গেছেন ২২ মিলিওনে আটালান্টাতে যোগ দেওয়া লাথকে।

আনুষ্ঠানিকভাবে লস অ্যাঞ্জেলেসের সমর্থকদের সঙ্গে সনকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নতুন ক্লাবে সন পরবেন ৭ নম্বর জার্সি।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বসিত সন, ‘আমি লস অ্যাঞ্জেলেসে যোগ দিয়ে দারুণ খুশি। এটা খেলাধুলার জগতে অন্যতম আইকনিক শহর। এখানে ভালো কিছু করতেই এসেছি। এই ক্লাবের হয়ে অনেক ট্রফি জিততে চাই। মাঠে নামার জন্য মুখিয়ে আছি।’

Scroll to Top