রুদ্ধশ্বাস সন্ধ্যায় নৌবাহিনীকে উৎসবে মাতালেন শিরিন

রুদ্ধশ্বাস সন্ধ্যায় নৌবাহিনীকে উৎসবে মাতালেন শিরিন

সর্বশেষ ২০২১ সালে হওয়া নবম বাংলাদেশ গেমসেও শিরিন চারটি সোনা জিতেছিলেন। সেবার গেমসে অ্যাথলেটিকসে একটিই রেকর্ড হয়েছিল (হ্যান্ড টাইমিংয়ে), সেটি মেয়েদের ২০০ মিটারে গড়েন শিরিন। এবারও তাঁর ৪ সোনার মধ্যে রেকর্ড হয়েছে ২০০ মিটারে এবং তা ইলেকট্রনিক বোর্ডে। শিরিন ইলেকট্রনিক বোর্ডে সর্বশেষ রেকর্ড গড়েন ২০১৯ সালের আগস্টে, টাইমিং ২৪.৯৭। আজ সেই রেকর্ড ভেঙে করেন ২৪.৬৮।

টানা ১০ বছর ধরে দেশের অ্যাথলেটিকসে শিরিনের রাজত্বের পেছনে তাঁর একাগ্রতাই চোখে পড়ে বেশি। নিজেই বললেন, ‘ফিটনেস ধরে রাখতে খাদ্যাভ্যাসসহ সবকিছু নিয়মমতো করতে হয়। তা ছাড়া নৌবাহিনী আমাকে অনেক সাপোর্ট করে। ফলে আমি এগিয়ে যেতে পারছি।’

Scroll to Top