কিলিয়ান এমবাপে নতুন মৌসুমে পরবেন রিয়াল মাদ্রিদের আইকনিক ১০ নম্বর জার্সি। আর এতেই এক মৌসুম পর আবার ফাঁকা হয়েছে আরেকটি ঐতিহ্যবাহী ৯ নম্বর জার্সি। কার গায়ে উঠবে এই জার্সি, সে নিয়েই ছিল জল্পনা কল্পনা। অবশেষে জানা গেল, ব্রাজিলিয়ান তরুণ তারকা এন্ড্রিকের গায়ের উঠছে রিয়ালের ৯ নম্বর জার্সি।
৯ নম্বর জার্সির জন্য প্রতিযোগিতা ছিল দুই তরুণ ফুটবলারের। গঞ্জালো গার্সিয়া ও এন্ড্রিকের মধ্যে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন এন্ড্রিকই।
রিয়ালের অফিশিয়াল ওয়েবসাইটে এন্ড্রিকের নামের পাশে বসানো হয়েছে ৯ নম্বর জার্সি। ২০২২ সালে মাত্র ১৪ বছর বয়সে রিয়ালের সঙ্গে চুক্তি করেছিলেন।
রিয়ালের অন্যতম আইকনিক জার্সি নম্বর ৯। এই জার্সি পরেছেন আলফ্রেডো দি স্টেফানো, ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমা, কিলিয়ান এমবাপেসহ অনেক তারকা ফুটবলাররাই।