রাষ্ট্রীয় মর্যাদায় আজাদ আলী বীর প্রতীকের দাফন সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রীয় মর্যাদায় আজাদ আলী বীর প্রতীকের দাফন সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রীয় সম্মানে দাফন সম্পন্ন হয়েছে ১৯৭১ এর বীর সেনানী আজাদ আলী বীর প্রতীকের। বুধবার (১৫ জানুয়ারি) বাদ আসর ঢাকার বনানী ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজের জানাজা শেষ বনানী সামরিক কবর তাকে দাফন করা হয়।

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের এই বীর যোদ্ধাকে রাষ্ট্রের তরফের গার্ড় অব অনার প্রদশর্ন করা হয়। এর আগে সোমবার রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন আজাদ আলী বীর প্রতীক মারা যান।

বীর প্রতীকের সন্তানেরা দেশের বাইরে থাকায় মরহুমের লাশ সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়। বুধবার সকালে বীর প্রতীক আজাদ আলীর লাশ নিয়ে যাওয়া হয় তার জন্ম ও বেড়ে উঠার সেই নিজ গ্রাম রাজশাহীর অদূরে বাঘা উপজেলায় আড়ানীতে। সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে মরহুমের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে গেলে দূর দুরান্তের মানুষ ছুটে আসেন ১৯৭১ এর অকুতোভয়ী এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে।

আজাদ আলী বীর প্রতীককে সম্মাননা জানাতে তার নিজ এলাকা আড়ানী ডিগ্রি কলেজ মাঠে প্যান্ডেল করে তার লাশ রাখা হয়। সেখানেই তার স্বজন প্রিয়জন ও এলাকাবাসীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম নামাজের জানাজা। এতে অংশ নেন প্রায় হাজারো মানুষ।

GOVT

আড়ানীতে বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীককে স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদর্শন করে। পরে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে আবারো ফিরিয়ে আনা হয় ঢাকায়। বাদ আসর ঢাকার বনানী ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রদান করা হয় গ্রার্ড অব অনারের রাষ্টীয় সম্মননা। এর পরই বনানী সামরিক কবর স্থানে শায়িত হন দেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক অদম্য সাহসী বীর সন্তান আজাদ আলী বীর প্রতীক।

DOROD_300X300-optimize

Scroll to Top