রাশিয়ার রাজধানী মস্কোর শপিংমলের কনসার্ট হলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১৪০ জন। ভয়াবহ এই হামলার ঘটনায় দায় স্বীকার করছে ইসলামিক স্টেট গোষ্ঠী।
বিবিসি জানিয়েছে, আজ (২৩ মার্চ) শনিবার সর্বশেষ পাওয়া তথ্যে ৯৩ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। টেলিগ্রাম অ্যাপে একটি বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি সংগঠন।
হামলার দায় স্বীকার করে আইএস জানিয়েছে, তাদের যোদ্ধারা মস্কোর উপকণ্ঠে একটি বিশাল সমাবেশে আক্রমণ করেছে এবং নিরাপদভাবে তাদের ঘাঁটিতে ফিরে গেছে।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেছেন, আহত অবস্থায় ৫ জন শিশুসহ মোট ১৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১ জনের অবস্থা বেশ গুরুতর।
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রোকাস সিটি হলে এই হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল লোক ছদ্মবেশে ঢুকে পড়েছিল কনসার্টে, তারপর অনুষ্ঠান চলাকালীনই পরপর গুলির শব্দ শোনা যায়।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ৫ জন বন্দুকধারী এই হামলা চালায়। প্রথমে গুলিবর্ষণের পর সেখানে গ্রেনেড বা বোমা নিক্ষেপ করা হয়। তাতে হলটিতে আগুন ধরে যায়।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময় অন্তর সব আপডেট দেওয়া হয়েছে।