ইউক্রেনের সাথে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেই রাশিয়ায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। আজ ১৫ মার্চ থেকে আগামী ১৭ মার্চ পর্যন্ত টানা তিনদিন এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপের ভোট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। আগামী রোববার (১৭ মার্চ) রাত ৮ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোটের আগে নাগরিকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আপনারা বুঝতে পারছেন যে, আমাদের দেশ কী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা প্রায় সব ক্ষেত্রেই কী জটিল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। সফলভাবে চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। আমরা রাশিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষা করতে একসাথে থাকতে পারি।
এদিকে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার আন্তর্জাতিক মিডিয়া এবং জনসাধারণের কাছে এই প্রহসনকে ‘নির্বাচন’ বলে উল্লেখ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।
দেশটির বিভিন্ন জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নির্বাচনে জয় লাভ করতে যাচ্ছেন। নির্বাচনে তার তিন প্রতিদ্বন্দ্বীর জয়ের কোন সম্ভাবনা নেই। রাশিয়ার জনমত রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা গেছে, ৭১ বছর বয়সী পুতিন শতকরা ৮২ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন। এরফলে ২০৩০ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকতে যাচ্ছেন তিনি।