রাশিয়ায় ভোটকেন্দ্র ভাঙচুরের অপরাধে আটক ৮ – DesheBideshe

রাশিয়ায় ভোটকেন্দ্র ভাঙচুরের অপরাধে আটক ৮ – DesheBideshe

মস্কো, ১৬ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটকেন্দ্রে ভাঙচুরের অভিযোগে অন্তত আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মার্চ) রুশ কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে ভোটকেন্দ্রগুলোয় যেসব বিশৃঙ্খল কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো ব্যালট বাক্সে সবুজ রং ঢেলে দেওয়া, ব্যালট বাক্সে আগুন লাগানো ও ভোটকেন্দ্রের ভেতর আতশবাজি পোড়ানো।

শুক্রবার থেকে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। কাল রোববার পর্যন্ত, অর্থাৎ তিন দিন ভোট গ্রহণ চলবে। নির্বাচনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে জয়ী হয়ে আরো ছয় বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত করছেন, তা অনেকটাই নিশ্চিত। কারণ, তার শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে গতকাল বিকেল নাগাদ ২৩ শতাংশ ভোট পড়েছে।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বেশির ভাগ বিশৃঙ্খল ঘটনা ঘটেছে মস্কো, ভরোনেজ, উত্তর ককেশাসের কারাচায়-চেরকেসিয়া অঞ্চলে।

রাশিয়াজুড়ে এমন ছয়টি ঘটনার ফুটেজের সত্যতা যাচাই করতে পেরেছে বিবিসি ভেরিফাই। একটি ভিডিওতে দেখা গেছে, সেন্ট পিটার্সবার্গে একটি ভোটকেন্দ্রে পেট্রলবোমা ছুড়ছেন এক নারী।

এ ছাড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট বাক্সের ভেতর রং ঢেলে দেওয়া হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, মস্কোয় এক নারী একটি ব্যালট বাক্সে উজ্জ্বল সবুজ রঙের তরল ঢালছেন। আরেক ভিডিওতে দেখা গেছে, একটি ভোটকেন্দ্রের বুথে আগুন ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনে রাশিয়ানিয়ন্ত্রিত এলাকাগুলোতেও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এমন একটি শহর স্কাদোভস্কে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তারা বলেছেন, সেখানকার একটি কেন্দ্রের সামনে আবর্জনার ঝুড়িতে একটি বোমা (ইম্প্রোভাইজড ডিভাইস) বিস্ফোরিত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিশৃঙ্খল কর্মকাণ্ডের কারণে কমপক্ষে আটজনকে আটক করা হলেও তারা পুতিনের বিরোধিতা করে এমন কর্মকাণ্ড করেছেন কি না, তা কর্মকর্তারা জানাননি।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, ব্যালট বাক্স নিয়ে বিশৃঙ্খলা করা ব্যক্তিদের কয়েকজন ইউক্রেনের পক্ষে স্লোগান দিচ্ছেন।

রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনার এলা পামফিলোভার দাবি, আটক ব্যক্তিদের কয়েকজন অর্থের বিনিময়ে এমন বিশৃঙ্খল কর্মকাণ্ড করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। একজন বলেছেন, এমন কর্মকাণ্ডের জন্য তাকে এক লাখ রুবল পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

এদিকে পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত প্রয়াত রুশ নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া কাল দুপুরে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সরকারবিরোধীদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের বিরোধিতা করে এ বিক্ষোভের আয়োজন করা হচ্ছে।

পুতিনকে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দিতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন ইউলিয়া। আর পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মহাসচিব বলেছেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে না।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৬ মার্চ ২০২৪

Scroll to Top