রাশিয়ায় কনসার্টে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ | চ্যানেল আই অনলাইন

রাশিয়ায় কনসার্টে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। যারমধ্যে তিনজন শিশুও রয়েছে। নিহতদের মধ্যে মোট ৬৫ জনের লাশ শনাক্ত হয়েছে। হামলায় সরাসরি জড়িত চার জনসহ সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে রুশ গোয়েন্দা।

গ্রেপ্তার একজন বলছে, পাঁচ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতিতে তিনি হামলা চালিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, হামলাকারীরা অবর্ণনীয় পরিণতির মুখোমুখি হবে।

ভ্লাদিমির পুতিন পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহ না পেরোতেই সিটি হলের কনসার্টে ভয়াবহ প্রাণঘাতী হামলা। এমনকি বিগত দু’দশকেও এমন হামলার সম্মুখীন হয়নি দেশটি। দেশের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া পুতিনের জন্য এ এক বড় ধাক্কা।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, হামলা চালানোর দায় আইএস স্বীকার করলেও তা নিয়ে কোন মন্তব্য করেনি রাশিয়া। বরং ইউক্রেনকে বরাবরই দায়ী করছে মস্কো। কেননা, হামলাকারীরা ইউক্রেন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করেছিল। এমনকি তাদের সরিয়ে নেওয়ার জন্য সীমান্তে প্রস্তুতি ছিল বলেও দাবি করেন পুতিন। তবে এসব দাবি প্রত্যাখান করে কিয়েভ বলছে, মস্কো আক্রমণ বাড়ানোর অজুহাত হিসেবে এসকল দাবি তুলছে।

আবারও হামলার আশঙ্কায় রাশিয়াজুড়ে প্রধান পরিবহন কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া পাবলিক কনসার্ট ও ক্রীড়া ইভেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলায় জড়িতদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন।

হামলার পরপরই সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন সরাসরি হামলায় জড়িত বলে জানিয়েছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা। এমনকি গ্রেপ্তার হওয়া একজন বলছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

গত শুক্রবার সিটি হলে সোভিয়েত আমলের রক সঙ্গীত দল ‘পিকনিক’ গান শুরুর প্রস্তুতির সময় হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ দর্শক আসনের সিটি হলটি হামলার আগ মুহূর্তে কানায় কানায় পূর্ণ ছিল। মর্মান্তিক এই সন্ত্রাসী হামলায় হতবিহ্বল রাশিয়া। তাই শোক আর উদ্বেগের মধ্যেই নিহতদের স্মরণ করছে রুশবাসী।

Scroll to Top