এক মাসের ব্যবধানে আরেকটি রাশিয়ান এ-৫০ গুপ্তচর বিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
শনিবার ২৪ ফেব্রুয়ারি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি ইউক্রেনের ফন্ট লাইন থেকে ২০০ কিলোমিটার দূরে রাশিয়ার শহর রোস্তভ-অন-ডন এবং ক্রাসনোদারের মধ্যে ধ্বংস হয়।
প্রতিবেদনে বলা হয়, জরুরি পরিষেবাগুলো কানেভস্কয় অঞ্চলে বিমানের আগুন নেভানো এবং এর বেশ কিছু টুকরো খোঁজে পায়।
ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক শুক্রবার দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমানটি নামিয়ে আনতে সাহায্য করার জন্য তার পরিষেবা এবং সামরিক বুদ্ধিমত্তাকে ধন্যবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন
অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, যে মুহূর্তে বিমানটিকে বাতাসে গুলি করে নামানো হয়েছে, বিশাল অগ্নিশিখা এবং ঘন, গাঢ় ধোঁয়া উঠছে।
ইউক্রেন সর্বশেষ দাবি করেছিল, ১৪ জানুয়ারি একটি এ-৫০ বিমান গুলি করে ভূপাতিত করেছে।