মার্চের শুরুতেই মস্কোতে ‘বড় জমায়েত’ লক্ষ্য করে সন্ত্রাসী হামলার বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলেও অভিহিত করা হয়েছিল সেই সতর্ক বার্তায়।
শনিবার (২৩ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোর একটি শপিংমলে হামলায় অন্তত ৬০ জনের মৃত্যুর খবরের কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউস এটি জানায়।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ‘এই মাসের শুরুর দিকে মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল।’ সম্ভাব্য স্থান হিসেবে বড় সমাবেশগুলোকে বিশেষ করে কনসার্টকে লক্ষ্য করে এই হামলার সম্ভাবনা তৈরি হয়। পরে ওয়াশিংটন ‘এই তথ্য রাশিয়ান কর্তৃপক্ষের সাথে শেয়ার করে’।
ওয়াটসন বলেন, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন একটি দীর্ঘস্থায়ী ‘সতর্ক করার দায়িত্ব’ নীতি মেনে চলছে। যেখানে যুক্তরাষ্ট্র একাধিক ভুক্তভোগীকে অপহরণ বা হত্যা করার নির্দিষ্ট হুমকির তথ্য পেলে তা সেই দেশ বা গোষ্ঠীকে সতর্ক করে দেয়।
বন্দুকধারীরা মস্কোর একটি কনসার্ট হলে গুলি চালিয়ে ৬০ জনেরও বেশি লোককে হত্যা করে। এছাড়াও ১০০ জনেরও বেশি আহত হয়।
ইসলামিক স্টেট গ্রুপ হামলার বিষয়ে দায় স্বীকার করার পর মার্কিন কর্মকর্তারা এএফপিকে বলেন, তারা বিশ্বাস করেন যে ইসলামিক স্টেটের দায়বদ্ধতার দাবি বিশ্বাসযোগ্য।