টেকনাফ স্থলবন্দরে আমদানি পণ্য নিয়ে আসা মিয়ানমারের কয়েকজন ব্যবসায়ী বলেন, টানা ১২ দিন মংডুর উত্তর ও দক্ষিণের কয়েকটি গ্রামে গুলি, শক্তিশালী গ্রেনেড-বোমা ও মর্টার শেল বিস্ফোরণ ঘটছে। তাতে লন্ডভন্ড হয়ে পড়েছে মংডু টাউনশিপসহ উত্তর দিকের কুমিরখালী, বলিবাজার, নাকফুরা, নাইচাডং, কোয়াচিডং, কেয়ারিপ্রাং, পেরাংপ্রুসহ কয়েকটি গ্রাম।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, গত সোমবার বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৭৯ জন বিজিপি সদস্যকে নিরস্ত্র করে ১১ বিজিবির ব্যাটালিয়ন-সংলগ্ন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষার কাজ চলছে বিজিবির তত্ত্বাবধানে। পাশাপাশি তাঁদের আঙুলের ছাপসহ তথ্যভান্ডার তৈরির কাজ করা হবে। এরপর তাঁদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। নাইক্ষ্যংছড়ি সীমান্ত এখন শান্ত আছে বলে জানান জেলা প্রশাসক।