রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন কিছুই নেই | চ্যানেল আই অনলাইন

রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন কিছুই নেই | চ্যানেল আই অনলাইন

গ্রামের উদ্যোক্তারা ঋণ পায় না উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বেক্সিমকোসহ রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন বলতে কিছুই নেই, শুধু ঋণ আর ঋণ। তারা ব্যাংকগুলোকে শেষ করে ফেলেছে। অথচ গ্রামের উদ্যোক্তারা ঋণ পায় না।

বুধবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ এসব কথা বলেন।

পরিবল্পনা উপদেষ্টা বলেন, পরিসংখ্যান ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে জাতীয় পরিসংখ্যান আইন করতে যাচ্ছে সরকার।

Scroll to Top