রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা | চ্যানেল আই অনলাইন

রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা | চ্যানেল আই অনলাইন

ভারতের রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন ভজনলাল শর্মা। আগামী ১৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অনেক প্রভাবশালী ব্যক্তিদের বাদ দিয়ে রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করে ক্ষমতাসীন বিজেপি।

Bkash

নির্বাচনে রাজস্থানের ১৯৯ আসনের মধ্যে ১১৫টি আসনেই জয়লাভ করে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী বাছাই করতে সময় নিচ্ছিল দলটি। অবশেষে আজ মঙ্গলবার বিজেপির এক বৈঠকের পরে ভজনলাল শর্মার নাম প্রস্তাব করেন সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিং রাজে।

নির্বাচনে লড়ে প্রথমবারই জয়লাভ করেছেন তিনি। রাজ্যটিতে বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে সবচেয়ে বেশি চারবার দায়িত্ব পালন করেন ভজনলাল শর্মা। ছাত্র রাজনীতি থেকেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত এবং ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্য। পরবর্তীসময়ে দলের গুরুত্বপূর্ণ এক মুখ হয়ে ওঠেন ৫৬ বছর বয়সী এই রাজনীতিবিদ।

Reneta JuneReneta June

তিনি এক সময় ভরতপুরের একটি ঠিকাদার প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন। সেই সময় তার মাসিক বেতন ছিল ৮,০০০ রুপি। সেই কাজ ছেড়ে দেওয়ার পরে বন বিভাগের হয়ে পাথর ভাঙার কাজ করতেন ভজনলাল। বসুন্ধরা সিং রাজ সরকারের মন্ত্রী কিরন মাহেশ্বরীর সঙ্গে পরিচয় হওয়ার পরে তার ভাগ্য বদলে যায়। ভজনলালকে নিজের দফতরে কাজ দিয়েছিলেন কিরন।

Scroll to Top