রাজশাহীকে উড়িয়ে বড় জয়, প্লে অফের আরও কাছে চিটাগং

রাজশাহীকে উড়িয়ে বড় জয়, প্লে অফের আরও কাছে চিটাগং

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২০ জানুয়ারি ২০২৫ ২১:৪১

ঘরের মাঠে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে চিটাগং কিংস। ছবি: শ্যামল নন্দী।

ইনিংসের প্রথম ওভারেই দুর্বার রাজশাহীর মোহাম্মদ হারিসের টানা দুই ক্যাচ ফেলে দিলেন মিড অনে দাঁড়ানো খালেদ আহমেদ। চিটাগং কিংসের শুরুটা এরচেয়ে খারাপ বোধহয় আর হতে পারত না। কিন্তু হলো ঠিক উল্টো। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নামা রাজশাহী থেমে গেল ৯ উইকেটে ৮০ রানে। রায়ান বার্ল ফিল্ডিংয়ের সময় মাঠের বিজ্ঞাপনী বোর্ডের গজালে পা আটকে চোটে পড়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি। তাই শেষ ব্যাটার হিসেবে মোহর শেখ আউট হওয়াতেই শেষ হলো ম্যাচ। ১১১ রানে জিতল চিটাগং।

বড় ব্যবধানের এই জয়ে  ৮ ম্যাচের পাঁচটি জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠল বন্দর নগরীর দলটা। ঘরের মাঠ মাতানো এই জয়ে অলরাউন্ড পারফর্ম্যান্স করেছেন নাঈম ইসলাম। ৪১ বলে ৫৬ রান করার পর বল হাতে তিন ওভার করে মাত্র ৬ রান দিয়ে নেন ২ উইকেট।

রান তাড়ায় নেমে এই ম্যাচেও ব্যর্থ রাজশাহীর ওপেনিং জুটি। প্রথম ওভারের শেষ বলে আউট হলেন জিশান আলম। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি হারিস। ইয়াসির আলী রাব্বি বোল্ড শরীফুল ইসলামের বলে। ২০ রানে তিন উইকেটে হারিয়ে তখন ঘোর বিপদে রাজশাহী। বিপদ আরও বাড়ান লেগ বিফোরের ফাঁদে ফেলে আকবর আলীকে নিজের দ্বিতীয় শিকার বানানো শরীফুল।

দলীয় সর্বোচ্চ ২১ রান এসেছে আজ অধিনায়কত্ব ছেড়ে দেয়া এনামুল বিজয়ের। রাজশাহী জানিয়েছিল, ব্যাটিংয়ে যেন মনোযোগ দিতে পারেন, সেজন্যই তাকে সরিয়ে তাসকিনকে নেতৃত্ব দেয়া হচ্ছে। অধিনায়কত্ব পেয়ে তাসকিন আলো ছড়ালেও, বিজয় ব্যাট হয়নি চওড়া।

বিস্তারিত আসছে…

সারাবাংলা/জেটি

চিটাগং কিংস
দুর্বার রাজশাহী
বিপিএল ২০২৫

Scroll to Top