রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক

রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক

১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন–সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গত ৫২ বছরে দেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দারিদ্র্য কমেছে উল্লেখযোগ্য মাত্রায়; কমেছে শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার। গড় আয়ু বেড়েছে, পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে, স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হয়েছে, শিক্ষার বিস্তার ঘটেছে।

কিন্তু স্বাধীনতার যে মূল প্রত্যয়, সেই গণতন্ত্রকে আমরা সুসংহত করতে পারিনি। নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকগুলো নিম্নমুখী। আমাদের রাজনৈতিক সংস্কৃতিও এমন স্তরে নিয়ে যেতে পারিনি, যেখানে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু হবে এবং আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক সমস্যার সমাধান করা যাবে।

চলতি বছর অনেক দুঃসংবাদের মাঝেও একটি সুসংবাদ হলো বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল হওয়া। এর পরিবর্তে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে যে আইনটি জারি করা হয়েছে, তাতেও জনগণ হয়রানির শিকার হবে। তবে আগের আইনে যেখানে মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হতো, নতুন আইনের বেশির ভাগ ধারা জামিনযোগ্য। তবে যে আইনটি বাতিল করা হয়েছে, সেই আইনে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা উচিত।

Scroll to Top