রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে: জোনায়েদ সাকি | চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে: জোনায়েদ সাকি | চ্যানেল আই অনলাইন

রাজনৈতিক মহলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন

মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট।

তিনি বলেন, ‘সরকার একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চায়। কিছু সমস্যা চিহ্নিত করা হয়েছে। রাজনৈতিক মহলে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। দলগুলো ও সরকারি প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের কথা বলা হয়েছে। তারাই সকল সমস্যা সমন্বিতভাবে সমাধান করবে।’

সাকি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে একমত হওয়া গেছে, এর মধ্যে যেগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো এই সরকার বাস্তবায়ন করতে পারে। বাকিগুলো পরবর্তী সরকার বাস্তবায়ন করতে বাধ্য থাকবে এমন আইন করা দরকার। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি সেগুলো গণভোটের মাধ্যমে ফয়সালা করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিচার, সংস্কার, নির্বাচন এখন আমাদের জাতীয় স্বার্থ। সংসদ ছাড়া সংবিধান সংস্কার সম্ভব না।’

Scroll to Top