রাজধানীতে জাতিসংঘের সাধারণ ভবন পরিদর্শনে আন্তোনিও গুতেরেস | চ্যানেল আই অনলাইন

রাজধানীতে জাতিসংঘের সাধারণ ভবন পরিদর্শনে আন্তোনিও গুতেরেস | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিমে আলোকচিত্র প্রদর্শনীর প্রথম দিনে নতুন জাতিসংঘ সাধারণ ভবন পরিদর্শন করেছেন।

আজ ১৫ মার্চ শনিবার সকাল ৯টায় তিনি রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেন।

এসময় তিনি অফিস প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময়ে এবং সেইসঙ্গে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা ইস্যুতে সম্ভাব্য সবকিছু করতে জাতিসংঘ সবসময়ই পাশে রয়েছে বলে জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এসময় তার সঙ্গে ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Scroll to Top