এই খবরটি পডকাস্টে শুনুনঃ
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন রমজান ও ঈদে পর্যাপ্ত চাল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মার্চ-এপ্রিলে সারা দেশে মোট ৭ লাখ ৮৩ হাজার টন চাল সরবরাহ করা হবে।
আজ (১৭ ফেব্রুয়ারি) সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে খাদ্য ও ভূমি উপদেষ্টা বলেন, ঈদে এক কোটি পরিবারকে উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হবে। রমজানে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে দেওয়া হবে ৩০ কেজি করে চাল।
তিনি বলেন, রোজার সময় ঢাকার ২৫ স্থানে ন্যায্য দামে মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা দরে বিক্রি করা হবে।

আসন্ন নির্বাচনে প্রশাসনকে ভালোভাবেই ব্যবহার করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ১০ মার্চের মধ্যে অপেক্ষায় থাকা নামজারি শেষ হবে।