রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদি আরবের নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে সৌদি আরবের নিষেধাজ্ঞা | চ্যানেল আই অনলাইন

পবিত্র মক্কায় ভিড় কমাতে রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা  দিয়েছে সৌদি আরব। 

গালফ নিউজ জানিয়েছে, তীর্থযাত্রীদের রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালন না করার আহ্বান জানিয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, রমজান মাসে একজন ব্যক্তিকে দুইবার ওমরাহ পালনের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হল অতিরিক্ত ভিড় কমানো, অন্যদের ওমরাহ করার সুযোগ দেওয়া এবং ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা। সৌদির সরকারি প্ল্যাটফর্ম নুসুকে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য অনুমতি নেওয়ার চেষ্টা করার তাহলে সে অনুমতি পাবেন না বলে একটি বার্তা ভেসে উঠবে।

পবিত্র রমজান মাসে সৌদি আরবের অভ্যন্তরীণ ও বাইরের মুসলমানরা ওমরাহ পালন ও নামাজ আদায়ের জন্য মক্কায় ভিড় জমান। এই ভিড় এড়াতেই সৌদি কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যার মধ্যে এবার যুক্ত হল এই নিষেধাজ্ঞা।

Scroll to Top