রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান – DesheBideshe

রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান – DesheBideshe

ওয়াশিংটন, ২৯ ফেব্রুয়ারি – সামনে রমজান মাস। মুসলিমদের পবিত্র এই মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি উঠানো হলে দেশটির পক্ষ থেকে এ আহ্বান জানান মুখপাত্র ম্যাথু মিলার।

এর আগে ইসরায়েলের ডানপন্থি একজন মন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল-আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন।

ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটা আল-আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ম্যাথু মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্য অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটা এমন একটি বিষয়, যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।

গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেছেন, রমজান মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনি মুসল্লিদের নামাজ আদায় করার জন্য জেরুজালেমে প্রবেশের অনুমতি দেওয়া উচিত হবে না।

সূত্র: কালবেলা
আইএ/ ২৯ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top