রঞ্জি ট্রফির প্লেট লিগে দেখা গেল বিরল এক আউটের ঘটনা। মেঘালয়ের বিপক্ষে ম্যাচে ব্যাট দিয়ে দুবার বল মেরে (হিটিং দ্য বল টুয়াইস) আউট হয়েছেন মণিপুরের ব্যাটসম্যান লামাবাম অজয় সিংহ। মঙ্গলবার সুরাটে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনা ঘটে।
ক্রিকেটবিষয়ক পোর্টাল ইসএসপিএনক্রিকইনফোর খবর, বাঁহাতি স্পিনার আরিয়ান বোরার করা বলটি প্রথমে ডিফেন্স করেছিলেন অজয়; কিন্তু বল ধীরে ধীরে স্টাম্পের দিকে যাচ্ছিল।
তখন তিনি স্টাম্প বাঁচাতে ব্যাট দিয়ে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার বলটি ঠেকান। এটি নিয়মের মধ্যে থাকলেও মেঘালয় আবেদন করতেই আম্পায়ার ধর্মেশ ভর্দওয়াজ তাঁকে আউটের সিদ্ধান্ত দেন। আর এই সিদ্ধান্তের কোনো প্রতিবাদ না করেই মাঠ ছাড়েন ব্যাটসম্যান।





