রংপুরের ৩ দিনের বিরতিতে মুস্তাফিজের বার্তা, ‘নজর মাঠে’ – DesheBideshe

রংপুরের ৩ দিনের বিরতিতে মুস্তাফিজের বার্তা, ‘নজর মাঠে’ – DesheBideshe

ঢাকা, ০৬ জানুয়ারি – মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের ঘটনায় আলোচনায় রয়েছেন মুস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার চুক্তি বাতিলের বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড পেরিয়ে সরকার পর্যন্ত গড়ালেও এসব নিয়ে খুব একটা ভাবছেন না এই বাঁহাতি পেসার।

বর্তমানে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মুস্তাফিজ। দলটির পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি হওয়ায় এর আগে তিন দিনের বিরতি পেয়েছেন রংপুরের ক্রিকেটাররা। এই বিরতির সময়টায় ফুরফুরে মেজাজেই দেখা গেছে মুস্তাফিজকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নজর মাঠে, মন জয়ের দিকে।’

এই সংক্ষিপ্ত বার্তাতেই মাঠের বাইরের আলোচনা এড়িয়ে ক্রিকেটেই মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

উল্লেখ্য, আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। বোর্ডের নির্দেশ মেনে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশি এই পেসারকে দলে রাখেনি।

এদিকে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে ক্রিকেটার পাঠানো নিয়ে আপত্তি জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬



Scroll to Top