যৌথভাবে সরকার গঠনে নওয়াজ শরীফের তোড়জোড় | চ্যানেল আই অনলাইন

যৌথভাবে সরকার গঠনে নওয়াজ শরীফের তোড়জোড় | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে ৫২ ঘণ্টা। এখনও ঘোষণা হয়নি চূড়ান্ত ফলাফল। সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং ইমরান খান উভয়ই নিজেদের জয়ী দাবি করেছেন।

রোববার ১১ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত জাতীয় পরিষদে মোট ২৬৫টি আসনের মধ্যে ২৫৬টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পাকিস্তানের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ফলাফল অনুযায়ী, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৩ আসনে জয়লাভ করেছে।

BkashBkash

পাকিস্তানের একক দল হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭৩টি আসনে জয়ী হয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ। ফলাফলে ৫৪টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৯৩টি আসনে। তবে, এককভাবে সরকার গঠন করতে হলে কোনো রাজনৈতিক দলকে দেশটির জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ১৩৪টি আসনে জয়ী হতে হবে।

ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বেশি জয় পেলেও যৌথভাবে সরকার গঠনের জন্য এরইমধ্যে তোড়জোড় শুরু করেছে নওয়াজ শরীফ।

Reneta JuneReneta June

পাকিস্তানের নির্বাচন কেন্দ্রিক নানা নাটকীয়তার মধ্যে ‘বন্ধ’ করে দেওয়া হয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স। বুধবার পাকিস্তানে ঘটা সহিংসতার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায়।

নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ভোটের সময় নির্বাচনি স্বাধীনতার ওপর বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এই নির্বাচনে সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়নি।

Scroll to Top