যে ১৪ নারীকে বিয়ে করা হারাম

যে ১৪ নারীকে বিয়ে করা হারাম

সুরা নিসার ১১ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মিরাসের বিধিবিধান বর্ণনার পাশাপাশি নারী ও শিশুর উত্তরাধিকারের অধিকার নিশ্চিত করেছেন। ইসলামের প্রায় বিধানের মূলনীতি আল্লাহ তাআলা নিজে কোরআনে বলে দিয়ে শাখাগত খুঁটিনাটি বিধান নবীর মাধ্যমে মানুষকে জানিয়েছেন। কিন্তু মৃতের পরিত্যক্ত সম্পদ বণ্টনের শাখাগত প্রায় সব খুঁটিনাটি বিধান আল্লাহ নিজে সরাসরি বলে দিয়েছেন। আত্মীয়ের নাম নিয়ে বলে দিয়েছেন, কে কতটুকু পাবে। জাহেলি যুগে নারী ও শিশুদের উত্তরাধিকার হিসেবে কিছুই দেওয়া হতো না। ইসলামের মাধ্যমে নারী ও শিশুদের উত্তরাধিকারের অধিকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের সমাজে এখনো উত্তরাধিকারীদের সম্পদ থেকে মেয়েদের বঞ্চিত করা হয়। কোনো ব্যক্তির মৃত্যুর পর তাঁর সম্পদ থেকে দাফন-কাফনের ব্যবস্থা, ঋণ আদায়, স্ত্রীর দেনমোহর আদায় এবং অসিয়ত তার প্রাপককে বুঝিয়ে দেওয়ার পর তাঁর অবশিষ্ট সম্পত্তি ইসলামি ফারায়েজ আইন অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা আবশ্যক। এ ক্ষেত্রে কম–বেশি করা যাবে না। কাউকে ঠকানো যাবে না। মা, স্ত্রী ও কন্যাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই। ওয়ারিশ ঠকানো ও তাঁদের সম্পদ থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ। ওয়ারিশ ঠকালে ইবাদত কবুল হয় না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন সাত স্তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে।’ (মুসলিম, হাদিস: ১৬১০)

যে ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম

১৪ শ্রেণির নারী আছেন, যাঁদের সঙ্গে রক্ত, দুধ কিংবা আত্মীয়তার সম্পর্কের কারণে বিয়ে করা যায় না। সুরা নিসার ২৩ থেকে ২৫ নম্বর আয়াতে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। ১৪ শ্রেণির নারী হলো মা, দাদি ও নানি, কন্যা, সহোদর বোন, আপন ফুফু, আপন খালা, আপন ভাতিজি, আপন ভাগনি, দুধমা, দুধবোন, শাশুড়ি, স্ত্রী পক্ষের কন্যা, পুত্রবধূ এবং একসঙ্গে দুই বোন।

৭টি মৌলিক হক

সুরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে সাতটি মৌলিক হক যথাযথভাবে পালনের আদেশ করেছেন; যেমন এক. আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা, দুই. মা-বাবা, তিন. নিকটাত্মীয়, চার, এতিম-মিসকিন, পাঁচ. প্রতিবেশী, ছয়. অসহায় মুসাফির ও সাত. নিজের অধীনস্থদের সঙ্গে সদাচরণ করা। একজন প্রকৃত মুমিনের গুণ হলো, এই হক আদায় করা এবং তাঁদের সঙ্গে উত্তম আচরণ করা। পাপী, দাম্ভিকেরা এই হক আদায় করে না। আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না।

 আবু আশফাক মুহাম্মাদ : লেখক ও আলেম

Scroll to Top