এই ম্যাচ নিয়ে গত এপ্রিল থেকেই ছিল বাড়তি উত্তেজনা। কাশ্মীরে হয়ে যাওয়া সংঘাতের পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই ছিল শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেই ম্যাচেও বিতর্ক পিছু ছাড়ল না। দাপুটের জয়ের পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, কাশ্মীরের পেহেলগেম নিহতদের প্রতি সম্মান জানিয়েই এমনটা করেছেন তারা।
বহু বছর ধরেই ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্ট হ্যান্ডশেক করেন। বহুদিন পর দেখা গেল এর ব্যতিক্রম। দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয়ের পর মাঠে থাকা প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ড্রেসিংরুমে ফেরেন দুই ভারতীয় ব্যাটার। দলের অন্যরাও মাঠে নেমে প্রথাগতভাবে হাত মেলায়নি পাকিস্তানের সঙ্গে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানিয়েছেন হ্যান্ডশেক না করার রহস্য। তার দাবি, ওই মুহূর্তে স্পোর্টসম্যানশিপের চেয়েও বেশি কিছু তাদের মধ্যে কাজ করেছে, ‘আমি পোস্ট ম্যাচেও বলেছি, আমরা কাশ্মীরের সব ভিকটিমের পাশে দাঁড়িয়েছি। তাদের পরিবারেরও পাশে আছি। আমাদের সহমর্মিতা জানাই। এই জয়ও তাদের উৎসর্গ করছি। তারা আমাদের প্রেরণা, আমরাও তাদের প্রেরণা দিতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
দুই দলের এমন হ্যান্ডশেক না করা নিয়ে অবশ্য পাকিস্তানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। তবে বিষয়টি যে অনেকদূর গড়াবে, সেটা বলাই বাহুল্য।