যেখানে সেখানে ব্যাটিংকে ‘না’ বলেছেন মিরাজ

যেখানে সেখানে ব্যাটিংকে ‘না’ বলেছেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২১

বাংলাদেশের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

জাতীয় দলে মেহেদি হাসান মিরাজের ব্যাটিং পজিশন অনেকটা ‘আলু’র মতো। আলু যেমন সব তরকারিতে ফিট, মিরাজ অনেকটা তেমনই। যখন যে পজিশনে প্রয়োজন পরে মিরাজকে সেই পজিশনেই ব্যাটিংয়ের জন্য এগিয়ে যেতে হয়। কিন্তু বারবার ব্যাটিং অর্ডার পরিবর্তন করা কোনো ব্যাটারের জন্য তো আদর্শ নয়। মিরাজের এসবের সমাপ্তি ঘটাতে চান।

জাতীয় দলের হেড কোচ, অধিনায়ক এমনকি বোর্ড সভাপতিকেও জানিয়ে দিয়েছেন। ওয়ানডেতে চার নম্বর পজিশনে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ করেছেন মিরাজ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন মিরাজ।

চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে আর এক দিন বাকি। ২০ তারিখে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে ভারতের বিপক্ষে। তার আগে মিরাজ ক্রিকবাজকে বলেন, ‘আমার মতো এত বেশি পজিশন পরিবর্তন করা হয়েছে এমন ক্রিকেটার বাংলাদেশ দলে আছে বলে মনে করি না। আমার ওপর যত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, তেমনটা খুব কম খেলোয়াড়ের সঙ্গেই হয়েছে। আপনি কি মনে করেন না যে, আমাকে একটি নির্দিষ্ট পজিশনে সেট করা উচিত? তাহলে আমি ভালো পারফর্ম করতে পারবো এবং দলও উপকৃত হবে।’

যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব নেওয়ার মানসিকতাই মিরাজকে এমন পরিস্থিতিতে ফেলেছে কিনা, এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমি কখনো ‘না’ বলতে পারি না। এটিই আমার সমস্যা। আমি জানি না কেন এমন হয়। শুধু ক্রিকেট নয়, আমার ব্যক্তিগত জীবনেও একই অবস্থা। আমি ‘না’ বলতে পারি না।’

মিরাজ মনে করছেন এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে। ব্যাটিং অর্ডার থিতু না হওয়ার কারণে যে নিজের ক্ষতি হচ্ছে সেটা বুঝেছেন তিনি, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমি ইতোমধ্যেই আমার কোচ, অধিনায়ক এবং (বিসিবি) সভাপতির সঙ্গে কথা বলেছি। আমি তাদের আমার মতামত জানিয়েছি। এখন তারা প্রতিক্রিয়া জানাবে অথবা এ বিষয়ে চিন্তা করবে।’

২০১৭ সালে ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৩ ওয়ানডে খেলেছেন মিরাজ। বিভিন্ন সময় তাকে বিভিন্ন পজিশনে ব্যাটিং করতে দেখা গেছে। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং করেছেন সাত-আটে। এছাড়া চার-পাঁচ-ছয়েও ব্যাটিং করেছেন। ওপেনিংয়েও নামতে হয়েছে তাকে।

সম্প্রতি চার নম্বর পজিশনে ভালো সাফল্য পেয়েছেন। গত আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পজিশনে ধারাবাহিক রান পেয়েছেন। ফলে চারেই থিতু হওয়ার প্রত্যাশা মিরাজের।

বলেছেন, ‘আমি ওই পজিশনে (চার নম্বর পজিশন) চারটি ইনিংস খেলেছি। যার মধ্যে তিনটিতে ৭০-এর বেশি রান করেছি। হ্যাঁ, মাঝে মাঝে ব্যর্থতা আসতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আমি সেখানে ভালো করতে পারবো না। আমাকে যেখানে খেলতে বলা হয়েছে, আমি সেখানে পারফর্ম করে দেখিয়েছি। এখন আমি মনে করি একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি ম্যানেজমেন্টকে বলেছি, সম্ভবত আমাকে একটি নির্দিষ্ট পজিশনে সেট করা ভালো হবে।’

‘যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো, হ্যাঁ, চার নম্বর পজিশন আমার জন্য ভালো হবে। কারণ এখানে আমি সময় পাবো। আমি জানি কীভাবে এই পজিশনে খেলতে হয়। মুশফিক ভাই (মুশফিকুর রহিম) আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি দীর্ঘদিন চার নম্বরে খেলেছেন। তিনি এই পজিশনে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, গত সাত-আট বছরে প্রচুর রান করেছেন। আমি তার সঙ্গে আলোচনা করেছি কীভাবে এখানে খেলতে হয়। আমি মনে করি, আমি এই পজিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি।’- যোগ করেছেন মিরাজ।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
মেহেদি হাসান মিরাজ

Scroll to Top