যুদ্ধে মারা গেছে ইউক্রেনের ৩১ হাজার সেনা | চ্যানেল আই অনলাইন

যুদ্ধে মারা গেছে ইউক্রেনের ৩১ হাজার সেনা | চ্যানেল আই অনলাইন

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের ২ বছরে এই প্রথম সেনা-মৃত্যুর মোট সংখ্যা প্রকাশ করলেন তিনি।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, ইউক্রেনের কিয়েভে ১টি সংবাদ সম্মেলনে সেনা-মৃত্যুর এই সংখ্যা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।

জেলেনস্কি জানিয়েছে, মে মাসের শেষের দিকে বা গ্রীষ্মে রাশিয়ার সেনা ইউক্রেনের ওপর বড়সড় আঘাত হানার পরিকল্পনা করছে। আমরা সেই আক্রমণের জন্য প্রস্তুত। গত ৮ অক্টোবর থেকে তারা বড়সড় আক্রমণ চালিয়েও আমাদের কিছুই করতে পারেনি। আমরা আমাদের মতো করে পরিকল্পনা তৈরি করব এবং তা রূপায়ণ করব।

অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী উমেরভ সম্পূর্ণ বিপরীত মন্তব্য জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেনে গোলাগুলির সংকট রয়েছে। পশ্চিমা দেশগুলো যে সামরিক সাহায্য করছে, তার অর্ধেকই এসে পৌঁছাচ্ছে অনেক দেরিতে। এভাবে সামরিক সাহায্য পেতে দেরি হলে রাশিয়ারই সুবিধা হবে।

Reneta April 2023

এদিকে ইউক্রেনকে সমর্থন করা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ প্যারিসে একটি সম্মেলন ডেকেছেন। মাক্রোঁর অফিস রোববার জানিয়েছে, ২০টি দেশের রাষ্ট্রপ্রধান বা তাদের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন। ইউক্রেনের পাশে থাকা ও তাদের সাহায্য করার বিষয়ে কথা হবে।

Scroll to Top