যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে বড়দিন উদযাপন বাতিল | চ্যানেল আই অনলাইন

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে বড়দিন উদযাপন বাতিল | চ্যানেল আই অনলাইন

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনি এবং ইসরায়েলি সৈন্যদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে গির্জাগুলো বড়দিন উদযাপন বাতিল করেছে।

রোববার ২৪ ডিসেম্বর গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বেথেলহেমের যাজক মুনথার আইজ্যাক। ইসরাইলের যুদ্ধ লেবাবননে ছড়িয়ে পড়ায় সীমান্তবর্তী গ্রামের খ্রিষ্টধর্মাবলম্বীরা মলিন এক বড়দিনের জন্য প্রস্তুত হয়েছেন। হেবরনের বেইত আওয়া শহরে ফিলিস্তিনিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

BkashBkash

ইসরায়েলি হামলার মধ্যে গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ৪টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে লোহিত সাগরে নরওয়েজিয়ান ও ভারতীয় জাহাজে হামলার খবর পাওয়া গেছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Scroll to Top