জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ সইয়ের দুই দশক পূর্তিতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় সনদে স্বাক্ষরকারী দেশগুলোকে নিয়ে পাঁচ দিনের সম্মেলন সোমবার শুরু হচ্ছে।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদ স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। দুর্নীতি দমন কমিশনের কমিশনার আসিয়া খাতুনের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, জাতিসংঘের দুর্নীতিবিরোধী সম্মেলনের এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। তাঁরা জানিয়েছেন, জাতিসংঘের মাদক এবং অপরাধবিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) তত্ত্বাবধানে দুই বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত ২০০৩ সালে সনদ সইয়ের পর থেকে এতে স্বাক্ষরকারী দেশগুলো কীভাবে দুর্নীতিবিরোধী কার্যক্রম বাস্তবায়ন করছে, সেটা মূল্যায়নের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর দুর্নীতিবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।