এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম সরকারি অচলাবস্থার (শাটডাউন) অবসান ঘটাতে সিনেটররা একটি স্টপগ্যাপ (কাজ চালিয়ে নেওয়ার মতো অস্থায়ী সমাধান) তহবিল প্যাকেজ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।
রোববার অনুষ্ঠিত পদ্ধতিগত ভোটে প্রায় আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই উদ্যোগের পক্ষে ভোট দেন। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র সরকার ৩০ জানুয়ারি পর্যন্ত পুনরায় চালু থাকবে।
সোমবার (১০ নভেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দ্বিদলীয় এই চুক্তিতে আগামী বছরের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি এবং আইনসভা শাখার কার্যক্রমের জন্য তহবিল বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
তবে এটি ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (ওবামা কেয়ার)-এর আওতায় স্বাস্থ্যসেবা ভর্তুকির সম্প্রসারণ নিশ্চিত করছে না। পরিবর্তে, ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে একটি ভোট আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ডেমোক্র্যাটদের কাছে স্বাস্থ্যসেবা ভর্তুকি সম্প্রসারণ একটি বড় অগ্রাধিকার ছিল।
সিনেট যদি সংশোধিত বিলটি আনুষ্ঠানিকভাবে পাস করে, তবে এটি এখন প্রতিনিধি পরিষদের অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে, যেখানে তিনি স্বাক্ষর করলে তবেই এটি আইনে পরিণত হবে।
এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।





