এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকেই।
বিবিসি জানিয়েছে, টর্নেডোর আঘাতে একটি আবাসিক ভবন ও একটি পেট্রোল স্টেশন ধ্বংস হয়ে গেছে। সেখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন।
শনিবার রাতে টেক্সাস এবং ওকলাহোমায় প্রবলবেগে ঝড় শুরু হয়। এতে কুক কাউন্টির ডালাস ও টেক্সাসের উত্তরাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন বলেছেন, সেখানে পাঁচজন নিহত হয়েছেন এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। আশা করছি, এখনো যারা জীবিত রয়েছেন, তাদের খুঁজে পাব। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ওকলাহোমা ও মায়েস কাউন্টিতে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
এর আগে, দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস শনিবার ২৫ মে টেক্সাস এবং ওকলাহোমার কিছু অংশের জন্য টর্নেডোর সতর্কতা জারি করে।