এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপে অবস্থিত একটি মরমন গির্জায় এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয় বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।
গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে সিএনএন-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে।
চার্চ কর্তৃপক্ষ জানিয়েছে, আড়ম্বর প্রার্থনা চলাকালীন একজন বন্দুকধারী গির্জার সামনের দিকে একটি গাড়ি চালিয়ে গুলি চালাতে শুরু করে এবং তারপর আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারী থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) কাছের শহর বার্টনের বাসিন্দা ও সাবেক মার্কিন মেরিন কর্মকর্তা। তিনি গির্জায় প্রবেশ করে গুলি করেন ও পরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই ভবনটি দাউ দাউ করে জ্বলতে থাকে ও চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, তারা এখনও পুড়ে যাওয়া ভবনে হতাহতদের খুঁজছেন।