সেই সঙ্গে ভারত নিজেদের জন্য আবারও জিএসপি সুবিধা চাইবে বলে টাইমস অব ইন্ডিয়ার সংবাদে বলা হয়েছে। জিএসপি সুবিধা পেলে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানি বাড়বে। ভারতের রপ্তানিকারকেরা ২০১৯ সাল পর্যন্ত এই সুবিধা পেয়েছেন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ‘শুল্কের রাজা’ আখ্যা দিয়ে জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান বাইডেন প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত ভারতকে জিএসপি সুবিধা ফেরত দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, ক্যাথরিন টাইয়ের সঙ্গে ভারতের বাণিজ্যমন্ত্রী পিয়ুশ গয়ালের বৈঠকের সময় এই বিষয় জোরালোভাবে উঠে আসবে।
ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। গত বছরের এপ্রিল-অক্টোবরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬৯ বিলিয়ন বা ৬ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। সম্প্রতি দেশ দুটি বাণিজ্য বাধা অপসারণে কিছু পদক্ষেপ নেওয়ায় বাণিজ্য সম্পর্কের উন্নতি হয়েছে।