রিপাবলিকান দলের প্রার্থী নিকি হ্যালি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে ছিটকে পড়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের প্রতিযোগিতায় ১৫টি রাজ্যে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে তিনি প্রয়োজনীয় সংখ্যক প্রতিনিধির সমর্থন আদায় করতে না পারায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দলটির মনোনয়ন পেতে যাচ্ছেন তা নিশ্চিতই বলা যায়।
বিবিসি জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই নিকি হ্যালি তার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা স্থগিত করার ঘোষণা দেবেন।
‘সুপার টুয়েসডেতে’ ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে বড় ধরনের সাফল্য পেয়েছেন ট্রাম্প। ১৫টির মধ্যে ১৩টিতে জয় নিশ্চিত করেছেন তিনি। কেবল ভারমন্ট অঙ্গরাজ্যেই নিকি হ্যালির কাছে হেরেছেন ট্রাম্প। এর আগে নিকি হ্যালি ওয়াশিংটনে ট্রাম্পের বিপক্ষে জয়লাভ করেছিলেন।
অন্যদিকে, ডেমোক্র্যাট মনোনয়নের জন্য ১৪টি অঙ্গরাজ্যের বাছাইয়ে সব কটিতেই বাইডেন জয় পেয়েছেন। তবে মার্কিন টেরিটরি সামোয়ায় প্রতিদ্বন্দ্বী জ্যাসন পামারের কাছে হেরে গেছেন তিনি।