যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আমরা পরোয়া করি না: ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আমরা পরোয়া করি না: ওবায়দুল কাদের

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা ভিসা নীতি নিয়ে আমরা পরোয়া করি না। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসা এবং ভিসা নীতি বিষয়ে এই মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রশ্নউত্তর পর্বে এসব বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু কোনো মন্ত্রীও নন, তাকে নিয়ে এত মাতামাতি কেন? তাকে আমরা নিমন্ত্রণ করে আনছি না, তারা তাদের বিভিন্ন প্রয়োজনে এদেশে আসেন। সম্পর্ক থাকলে আসতে হয়।

সড়ক থেকে পুরানো বাস তুলে নেয়া বিষয়ে তিনি বলেন, বিকল্প ব্যবস্থা না করে পুরানো বাস তুলে নেয়া সম্ভব নয়। আমাদের বিআরটিএ-এর জনবলেরও ঘাটতি আছে।

যানবাহনের গতিসীমা নিয়ে তিনি বলেন, যানবাহনের গতিসীমা নির্ধারণ করার সিদ্ধান্ত ঠিক আছে। আগামীতে এটার বাস্তবায়নে আমরা আরও কঠোর হবো। মেট্রো বিষয়ে তিনি বলেন, মেট্রোতে ১৫ শতাংশ ভ্যাট বাস্তবসম্মত নয়। পৃথিবীর কোথাও এমন নজির নেই। যৌক্তিক বিষয় ভেবে দেখা হবে বলে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।

Scroll to Top